শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের হাতে তৃতীয় বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা যা বললেন জাহেদ উর রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান ভালোবেসে বিয়ে অত:পর চীর বিদায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিলেন বিচারক গোলাম মর্তুজা, কেএই দুঃষাহশি ব্যক্তি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ বাহরাইন প্রবাসী সাংবাদিক শাহিন শিকদার ইন্তেকাল করেছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে নতুন ব্যবস্থা আফগানিস্হানে ভূমিকম্পে চাপাপরা ণারীদের উদ্ধার করছেন না উদ্ধারকর্মিরা রাজবাড়ীতে নুরু পাগলার মাজারে হামলা, লাশতুলে পুড়িয়ে ফেলে জনতা

কুমিল্লা টমছম ব্রীজ রাস্তা পারাপারে জনগনের ভোগান্তি

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

এস কে হোসাইন:

কুমিল্লা “টমছম ব্রীজ” সাধারন জনগনের রাস্তা পারাপারে ভোগান্তি। একটি ফুট ওভার ব্রীজ অত্যাবর্ষক।

কুমিল্লা শহরে টমছম ব্রীজ সংলগ্ন চৌরাস্তার পয়েন্টে যানবাাহনের যানজট নিরশনের জন্য ওয়ান ওয়ে চলাচলের ব্যবস্হা করার পর, যানজট কমাতে রয়েছে ট্রাফিক পুলিশের অক্লান্ত পরিস্রম।

যানবাহনের যানজট আগের তুলনায় অনেকটা নিরশন করা গেলেও কমেনি রাস্তা পারাপারে সাধারন জনগনের ভোগান্তি।

ই,পি,জেড মুখি রাস্ত থেকে পায়ে হেটে আসা ছাত্র/ছাত্রী, শ্রমিক বা সাধারন জনগনকে রাস্তা পারাপারে ঝুকি নিয়ে রাস্তা পার হতে হয়। এবং কোটবারি মুখি রাস্তা হতে আসা জনসাধারনকেও একই ভাবে ঝুকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে। কেননা এখানে রাস্তা পারাপারের জন্য কোনো ফুট ওভার ব্রীজের ব্যবস্হা নেই। যেখানে এই পঁথে শতশত কোমলমতি ছাত্র/ ছাত্রীরা স্কুলে যাতায়াত করে, মহিলারা কেনাকাটা করতে টমছম ব্রীজ সংলগ্ন কাঁচা বাজারে যাতায়াত করে, এবং ব্রীজ সংলগ্ন মসজীদে পাচ ওয়াক্ত নামাজ আদায় করতে আবাল বৃদ্ধ সকলকে এই রাস্তা ব্যবহার করতে হয় এবং ঝুকি নিয়ে পারাপার হতে হয়।

আমরা গুটিকয়েক সাধারন জনগনের সাথে কথোপোকথনের মাধ্যমে তাদের মতামত জিগ্গাসা করলে, তারা যানান, রাস্তা পারাপরাারের জন্য এখানে একটি ফুট ওভারব্রীজ খুই জরুরি, সকাল বেলা স্কুলে শতাধীক বাচ্চাদের যাতায়াত হয় এই পঁথে, কাঁচা বাজার করতে অনেক মহিলারা রাস্তা পারারপারে কখনো কখনো অটো রিক্সা বা সিএনজির সাথে ধাক্কা খেতেও আমরা দেখেছি। টমছম ব্রীজ এর দু দিকেই রয়েছে প্রাইভেট হাসপাতাল, যেথায় অনেক অসুস্হ  রোগিদেরকেও অনেক সময় এই রাস্তা পার হতে দেখা যায়।

এমতাবস্হায় সরকারের নিকট এলাকাবাসির প্রনের দাবি টমসম ব্রীজে একটি ফুট ওভার ব্রীজের ব্যাবস্হা করে দেয়া হোক।

এতে পায়ে হেঁটে চলাচল করার জন্য ছাত্র/ ছাত্রী, ই,পি,জেড এর স্রমিক, তথা সকল প্রকার জনগনের রাস্তা পারাপারে  জীবনের ঝুকি কমবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD