শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের হাতে তৃতীয় বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা যা বললেন জাহেদ উর রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান ভালোবেসে বিয়ে অত:পর চীর বিদায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিলেন বিচারক গোলাম মর্তুজা, কেএই দুঃষাহশি ব্যক্তি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ বাহরাইন প্রবাসী সাংবাদিক শাহিন শিকদার ইন্তেকাল করেছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে নতুন ব্যবস্থা আফগানিস্হানে ভূমিকম্পে চাপাপরা ণারীদের উদ্ধার করছেন না উদ্ধারকর্মিরা রাজবাড়ীতে নুরু পাগলার মাজারে হামলা, লাশতুলে পুড়িয়ে ফেলে জনতা

কুমিল্লা নাঙ্গলকোটে ঢালুয়া প্রবাসীর স্ত্রী ও কন্নাকে মারধর করার আক্রমন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লা নাঙ্গলকোট থানার ঢালুয়া ইউনিয়নের, মকিমপুর গ্রামের এক প্রবাসীর ঘরে গিয়ে তার স্ত্রী ও কন্নাকে মারধর করার চেস্টা করে ও অকথ্য ভাষায় গালাগাল করে।

জানাযায় মকিমপুর গ্রামের মো:সখাওয়াত হোসেন বাবু, বাহরাইন প্রবাসী। পিতা ড:শেখ মতিউর রহমান।  তার ঘরের পাশে একটি বৈদ্যুতিক খুটিকে কেন্দ্র করে বহুদিন ধরে বিরোধ চলছিলো। খুঁটিটি সরাতে বাড়ির মো:আলম ও আরো কয়েকজন খুটি সরানোর কথা বলে, কেন সরাতে হবে তা জানতে চাইলে রাস্তার প্রসস্হতা বৃদ্ধির জন্য সরাতে হবে একথা তারা জানায়। জনাব সাখাওয়াত বলেন আমি রাস্তার জন্য ২-৩ ফুট যায়গা রেখেই ঘর করেছি। বর্তমানে রাস্তার যায়গা ৫-৬ ফিট রয়েছে।  তার পরেও আপনারা আরো যায়গা চাচ্ছেন কেন।

অত:পর জেঠাতো ভাই সালেহ আহমদ ও আশিকুর রহমান ও তাদেরকে বিষয়টি অবগত করলে তারা আলম কে একই কথা বলেন। এবং বাড়ির যায়গা আমিন এনে মাপঝোপ করে দেখতে বলেন।

এমতাবস্বাহায় গত কিছুদিন পুর্বে সাখাওয়াত হোসেন মো:আলম কে মোবাইলে ভয়েস দিয়ে খুঁটি না সরাতে অনুরোধ করে।

এবং সে বলে যে আমার বিল্ডিংটি ব্রিকের উপরে ছাদ ঢালাই করা হয়েছে। ছাদটি অতিরিক্ত পুরু, ছাদ পানি লিক করার কারনে দুই বার ছাদ ঢালাই করা হয়েছে। বর্তমানে বিল্ডিং টি ঝুকি পুর্ণ হয়ে আছে, বিল্ডিং  এর পুর্ব দেয়াল ও একটি পিলার ফেটে আছে বহুদিন ধরে। এবং পশ্চিম পার্ষের দেয়ালে ফাটল ধরেছে। তাই আমি বিল্ডিং এর পষ্চিম পাশের দেয়ালের গোরায় মাটি ও সহযোগি দেয়াল দিয়েছি, আপনারা দয়াকরে বৈদ্যুতিক পিলার সরানোর কোনো পদক্ষেপ  নিবেন না।

এসকল ভয়েস কে কেন্দ্র করে বাড়ির আবুল কালামের স্ত্রী ও আলমের স্ত্রী গত ২রা জুলাই বিকেল অনুমানিক ৫-৬ টার দিকে সাখাওয়াদের ঘরে যায় এবং বাকবিতন্ডা করে ও অকথ্য ভাষায় প্রবাসীর স্ত্রী ও কন্নাকে গালাগাল করে। এর কিছুক্ষন পর মো:আলম চড়াও হয়ে ধেয়ে আসে এবং তাদেরকে মারধর করতে যায়, সাখাওয়াতের স্ত্রী ও কন্ন্যা নিজেকে বাঁচাতে ভয়ে দৌড়ে ঘরের ভেতরে প্রবেষ করে দরজা বন্ধ করে দেয়। সেসময় আলম তাদেরকে বাহিরে থেকে চেঁচিয়ে গালাগাল করতে থাকে ও মারার হুমকি দিতে থাকে।

অতঃপর মো:আলম প্রবাসী সাখাওয়াত হোসেনকে ইমোতে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে এবং তাকে ও তার স্ত্রীকে জীবন নাশের হুমকি দেয়।

প্রবাসী সাখাওয়াত হোসেন আরে জানায় আমি আমার তিন কন্না,  স্ত্রী ও বৃদ্ধা মাকে নিয়ে খুব আতংকিত হয়ে আছি, তাদের নিরাপত্তাহিনতায় ভুগছি। তার স্ত্রী ও কন্নারা ও অনুরুপ ভাবে আতংকিত।

তাদের নিরাপত্তার জন্য নাঙ্গলকোট থানায় একটি সাধারন ডায়েরি করা হয় যার নং- জি-ডি নং-৭৬, তারিখ ২-৭-২০২৫।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD