বাহরাইনে ২০শে জুলাই ২০২১-এ অনুষ্ঠিত ১১৩২ জনকে প্রতি দিনের মতো করে কেভিড-১৯ পরীক্ষার করা হয়। এদের মধ্যে ৭৮ জন নতুন কোভিড-১৯ রোগি সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩৬ জন প্রবাসী শ্রমিক রয়েছেন, ২৭ জন স্হা নিয়, এবং ১৫ জন ভ্রমণ কারি ছিলেন।
এদিকে সেখাকে আজ ৭৩জন কেভিন -১৯ হতে পুনরুদ্ধার হয়েছে, এযাবৎ পুনরুদ্ধারের সংক্ষা বেড়ে দাড়ালো 265832 ২,৬৫,৮৩২ জন। এবং এযাবৎ কোভিড-১৯ এ আক্সরান্র্বত হয়ে সর্ব মোট মৃর্তুবরন করেছেন ১৩৮০জন।
বর্তমানে ১০জন বিপদজনক অবস্হায় রয়েছেন, আর ৬জন চিকিৎসাধীন রয়েছেন।
বাহরাইন কিংডম এ সর্বমোট কোভিড পরিক্ষা করা হয়েছে জন ৫২,৯৬,৫৬৫ টি।
Leave a Reply