বাহরাইনে বিমান বন্গদরপ গত শুক্রবার ২ কেজি গাজা সহ এক বাংলাদেশীকে আটক করেন বিমান বন্দরের পুলিশ, নকশি কাথার ভেতরে শেলাই করে স্বু- কৌষলে বাংলাদেশ থেকে ২ কিলো গাজা নিয়ে আসেন এক বাংলাদেশী, তার বয়স ৩৫।
বাংলাদেশ পার পেলেও বাহরাইনে বিমানবন্দর অতিক্রম করার সময় চপক করলে তার কাথা কেটে দেখেন কর্মরত পুলিশ কর্মকর্তা। আর তখনই দেখাযায় নকশি কাথার স্তরে স্তরে ২ কেজি গাজা সাজিয়ে রাখা হয়েছে ৷ বাহরাইনের আদালত তাকে ৫ বছরের সাজা নির্ধারন করে জেল হাজতে পাঠিয়ে দেন।
বাংলাদেশীদের এমন অনাকাংক্ষিত কার্যকলাপের কারনে বাহরাইনে অবস্হানরত বাংলাদেশী প্রবাশীদের ভাবমুর্তি ক্ষুন্য হচ্ছে বলে মন্তব্য করেছেন বাহরাইনে অবস্হান কারী অনেক প্রবাসী। তারা জানান, আমাদের বাংলাদেশীদের একের পর এক অন্যায় কাজের কারনে আজ বাহরাইনে বাংলাদেশীদের অবমুল্যায়ন করা হচ্ছে, কোনো ভালো জব বাংলাদেশীরা পাচ্ছেনা। এমনকি কখনো কখনো বাহরাইনি লোকজন বাংলাদেশীদেরকে কৃটিসাইজ করে ও কথা বলে।
তাই এসব অন্যায় কাজ বন্ধ করতে আমাদের বিমান বনৃদরকে আরো সচেতন হওয়া জরুরী বলে মন্তব্য করেন বাহরাইনে অবস্হানরত বাংলাদেশী প্রবাসীগন।
(এসকে হোসাইন)
Leave a Reply