বৃটেনে গাছকে বিয়ে করে জীবন সঙ্গী করে নিলেন ৭৪জন। এমন ইএকটি ব্যতিক্রমি ঘটনা ঘটেছে লন্ডনের বৃস্টলে।
একজন দুজন নয় ৭৪ জন রমনী বিয়ে করে নিজেদের জীবন সঙ্গি করে নিলেন এই পরিবেশ বান্ধব বৃক্ষকে।
বৃস্টলে ১৬ এপার্টমেন্ট নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন কাউন্সিল কর্তিপক্ষ।
আরএই পদক্ষেপ বাস্তবায়নে কাটতে হবে অনেকগুলো পরিবেশ বান্ধব গাছ।
আর তারই প্রতিবাদে অভিনভ কায়দা বেছেনেন তারা। বন ও পরিবেশ রক্ষার্থে পতিকি বিয়ে করে বৃক্ষ নিধনের প্রতিবাদ জানান ৭৪ জন পরিবেশ কর্মি।
তারা বিয়ের পোষাকে কনে সেজে ৭৪ টি গাছকে ৭৪জন রমনী বিয়ে করেন।
যাতে করে কাউন্সেল কর্তিপক্ষের হাত ঘেকে এই গাছগুলোকে রক্ষা করতে পারেন।
বৃস্টলে পুরাতন শহর, এখানে বহু গাছ লাগিয়েন কাউন্সিল কর্তৃপক্ষ, এখন এপার্টমেন্ট নিমানের জন্য ৭০টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েন তারা।
আর এই পদক্ষেপ পরিবেশের কন্য হুমকিসরুপ।
পতিকি বিশের মধ্যজে গাছকাটার প্রতিবাদ জানাতে এই আয়োজন করেন উদ্দেক্তা সিওবন কেঅনসেল।
এস,কে,হুসাইন

Leave a Reply