শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের হাতে তৃতীয় বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা যা বললেন জাহেদ উর রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান ভালোবেসে বিয়ে অত:পর চীর বিদায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিলেন বিচারক গোলাম মর্তুজা, কেএই দুঃষাহশি ব্যক্তি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ বাহরাইন প্রবাসী সাংবাদিক শাহিন শিকদার ইন্তেকাল করেছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে নতুন ব্যবস্থা আফগানিস্হানে ভূমিকম্পে চাপাপরা ণারীদের উদ্ধার করছেন না উদ্ধারকর্মিরা রাজবাড়ীতে নুরু পাগলার মাজারে হামলা, লাশতুলে পুড়িয়ে ফেলে জনতা

অবশেষে নরসিংদি রেল স্টেশনে নারিকে হেনস্তাকারি মারজিয়া আকতারকে আটক করেছে র‍্যাব-১১

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

এস,কে হোসাইনঃ

অনলাইনে নরসিংদি রেল স্টেশনের এক ঘটনার, আলোচনা সমালোচনা তোলা একটি ভিডিও ফুটেজ অবলম্বনে,  মেয়ে শিশু অধিকার আইন লংঘন এর চিত্র মেলে। প্রশাশনের চোখ পড়তেই নরসিংদি রেব -১১ তার একসন নিেয়া শুরু করে এবং মারজিয়া আকতারকে নামক এক মহিলাকে নারি ও শিশু আইন লংঘন করার দায়ে আকট করে, জেল হাজতে প্রেরন করেন।

এমন একটি ঘটনা গত ১৮ মে নরসিংদি রেল স্টেশনে ঘটেছে।

স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমান এক যুবতি জিন্স পেন্ট ও টক্স পরিধান রত ছিলো।তার সঙ্গে তার ২জন পুরুষ ও ছিলো। মুসলিম দেষ হিসেবে আমাদের দেশে বিশেষ করে গাও গ্রামে এমন পোষাক লজ্জাজনক বলেই ধরা যায়। সেখানে চলন্ত জুবক ও পুরুষগন তার দিকেই কু দৃষ্টিতে তাকিয়ে থাকে। জনৈক মধ্যম বয়সি এক মহিলা তাকে তার শরীরের অংগ ঢেকে রাখার জন্য ইংগিত করে, এবং তারও ২ জন মেয়ে আছে বলেও তাকে যানায়। এতে ই যুবতি ক্ষিপ্ত হয় এবং বাঁক বিতন্ডা শুরু করে। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে আসপাশের কিছু লোকজনও এতে জড়িয়ে পরলে যুবতি মেয়েটি রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষে দৌরে চলে যায়।

পরদিন কিছু নারিবাদি সংগঠনের লোকজন মানব বন্ধন করেন স্টেশনের উপর। এবং নারির উপর হামলার সুস্ঠ বিচারের দাবি জানিয়ে নরসিংদি থানায় একটি স্বারকলিপি পেষ করেন।

এর পর প্রশাষনের লোকজন ভিডিও ফুটেজ দেখেন এবং সঠিক তথ্য বের করতে রেলওয়ে স্টেশন এলাকা থেকে ইসমাইল নামে এক যুবককে আঁটক করে পুলিস।

এবং অভিযুক্ত মারজিয়া আকতারকেও আটক করে রেব -১১।

এদিকে ২রা জুন সকাল ১০ টায় মানবাধিকার ও উন্যয়ন সংগঠনসমুহের  আরো অনেক কর্মিরা ব্যানার হাতে নিয়ে মানব বন্ধন করেন। সেইসাথে চারটি দাবির মিসিল শুরু করেনরেওয়ে স্টেশন প্রাংগনে। তাদের দাবি ছিলো- স্টেশনে ঘটেযাওয়া ঘটনার সঙ্গে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবেএবং তাদের সাস্তির আওতায় আনতে হবে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি নাঘটে।

গনপরিবহনে নারিদের হেনস্তা কারিদের দৃস্টান্তমুলক সাস্তির আওতায় আনতে হবে।

পরিবহনে  নারিদের হেনস্তা কারিদের চিন্হিত করে তাদের বিরুদ্ধে কঠোর মনোভাব প্রকাশ করতে হবে।

নারি পুরুষ ভেদাভেদ কমানোর মনোভাব তৈরি করতে হবে।

অন্যদিকে মারজিয়া আকতারের মুক্তির দাবীতে মানববন্ধন করেন নরসিংদি এলাকার সামাজিক সংগঠনের কুছু প্রতিনিধি ও নরসুংদি জর্জকোর্টের এডভোকের সিরিন সুলতানা। তারা নিরপরাধ মারজিয়ার মুক্তিচান এবং নানান কর্মসুচির আভাস দেন।

সেখানে বিভিন্ন  ছাত্র ও জনতা বক্তব্য রাখেন তারা তাদের  ক্তবক্তব্যে জানান মারজিয়া নিরপরা, সেদিন একটি মেয়ে অস্লিল পোষাকে নরসুংদু রেলস্টেশনে সকাল বেলা বসে ছিল, মারজিয়া আকতার তাকে বল্ল মা তোমার ওড়না দিয়ে পেটটা ঢেকেফেলো পুরুষরা তোমার দিকে কুনজরে তাকাচ্ছে। একজন মায়ের বয়সি মহিলা একটা মেয়েকে এ কথা বলাকি অপরাধ? একথাতো বলতেই পারে।

সেখানে আরো বলাহয় যে, সাধারন একটি বিসয়কে ইস্সু বানানো হচ্ছে, এবং  কিছু মহল নারির অধিকারের কথা বলে অস্লিলতাকে প্রস্রয় দিচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD