নারায়ণগঞ্জ, আদমজী সোনামিয়া মার্কেট মসজিদে ঘটেযায় অনাকাংক্ষিত এক ঘটনা।
আজ জুমার নামসজের সময় এ ঘটনা ঘটেছে বলে যানাযায়। সেখানে জুমার নামাজের বয়ান চলাকালে, হঠাৎ এক পুলিশ ইমাম সাহেবের বয়ান থামিয়ে নিজে বক্তৃতা দিতে শুরু করে। মন দিয়েই সকল মুসল্লিরা তার আলোচনা সুনছিলো। ভেজাল বাধলো তখন জখন বর্তমান সময়ের বহুল আলোচিত, সমালোচিত বিষয়নিয়ে সাফাই গাইতে যান তখনই তোপের মুখে পরতে হয় পুলিশ অফিসারকে।
পুলিশ কর্মকর্তা বক্তৃতার এক পর্যায়ে সেই “ভারতের ঘটে যাওয়া ঘটনাকে ইংগিত করে বলেন, ভারতে কে কি বল্লো, কে কি করলো সেটা ভারতের বিষয়, এ নিয়ে আমাদের মাতামাতি করার প্রয়োজন নেই।
পুলিশ কর্মকর্তা একথা বলা মাত্রই উৎসুক জনতা তাকে আক্রমন করে। পুলিশ কর্মকর্তার উপর হামলা চালায় মুসল্লিগন, এবং তাকে আহত করে। ঘটনার মাত্রাতিরিক্ত প্রযায়ে যাওয়ায় পরবর্তীতে তাকে হাসপাতালে পাঠানো হয়।
Leave a Reply