শোক সংবাদ
কুমিল্লা- চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের জঙ্গলপুর গ্রামের কৃতিসন্তান,কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল,বরেণ্য আলেমে দ্বীন মাওলানা আলী হোসাইন (৯৪) আজ ১১ জুন ২০২২ বিকেল ৪:২০ মি. ঢাকায় উনার ছেলের বাসায় ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মহান আল্লাহ্ সুবহানাহুওয়াতা’লা উনার জীবনের ভুল ত্রুটি গুলো ক্ষমা করে উনাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আমিন
মৃর্তুকালে তিনি পরিবারের লোকজন রেখেজান। আরো রেখেযান অসংক্ষ গুনগ্রাহি । তাঁর হাতে তৈরি হয়েছেন অসংক্ষ আলেম দ্বিন,মোহাদ্দেস। তিনি দিয়েছেন দিনের শিক্ষা, ইসলামি গ্যান। তাঁর মৃর্তুতে এলাকাবাসী শোকাহত। আমরা তাঁর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
Leave a Reply