বাহরাইনে কোভিড-১৯ আক্রান্ত নেমে দাড়িয়েছে ২৩০জন।
গত কাল ২৮জুন সর্বমোট কোভিড-১৯ এর পরিক্ষা করা হয়েছে ১২১২১জন তার মধ্যে আক্রান্তের সংক্ষা ২৩০জন। এদের মধ্যে ১১৪ জন প্রবাসী স্রমিক। এবং ১০৭জন স্হানিয়। আর ৯জন ভ্রমন কারি রয়েছেন। সুস্হ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭৬জন, মৃর্তু বরন করেছেন ৩জন। এযাবৎ সর্বমোট পরীক্ষা করা হয়েছে ৫০১৫০০১জন।
বর্তমানে সর্বমোট কোভিট -১৯ আক্রন্ত ৩৭৬৬জন, আসংকা জনক অবস্হায় রয়েছেন ৯৯জন। ৩৩জন চিকিৎসাধীন রয়েছেন। এপর্জন্ত মোট রিকোভারির সংক্ষা ২৬০৩৬৩জন। সর্বমোট মৃর্তুর সংক্ষা ১৩৪৮জন।
Leave a Reply