এস,কে হুসাইন
কলকাতায় নৈইহাটির রাজেন্দ্রপুর এক আজব অচেনা প্রানী পাওয়া যায়, তাৎক্ষনিক ভাবে এলাকাবাসী, আতংকে পড়ে যায়, মারধর করে তাড়িয়ে দেয়।
অতপর কিছু লোক পুনরায় প্রানীটিকে আটক করে, এবং নিকটবর্তি প্রানী অধিদপ্তরে ফোন করে।
এলাকাবাসী যানায় আমরা অচেনা প্রানীটিকে দেখে আঁৎকে উঠি। কিন্তু এটি একটি সম্পদ, তাই না মেরে আটক করে রাখি।
প্রানূরি দেখতে অদ্ভুত, মাছের আমিষর ন্যায় আমিষ রয়েছে তার পুরো দেহজুড়ে। জিনি এটিকে ধরেছেন তার দু হাত কেটে যায় এর আমিষের আঁচর লেগে।
প্রানী অধিদপ্তর হতে এখন অবধি এর নাম যানাযায়নি।
নিউজইনডিপেনডেন্ট২৪
Leave a Reply